বৃহস্পতিবার দুপুরে নদীয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রানাঘাট নজরুল মঞ্চে। এই সম্মেলনে নদীয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলা কর্মী ও সমর্থকের উপস্থিতিতে কর্মীসভাটি সফলতা পাই ।তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আজ ২৩ তম সভা এই রানাঘাট সংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের। আমাদের ৩৫ টি সাংগঠনিক জেলা রয়েছে। আমরা সবগুলি কর্মী সভা শেষ করে নেব আগামী 9 তারিখের মধ্যে। সেই মতো আজকের এই সভা হচ্ছে রানাঘাটে। আমরা যখন বিজয় সম্মেলনে করি একে অপরের কুশল সংবাদের মধ্য দিয়ে আমরা আমাদের সমন্বয় কে আরো শক্তিশালী করার বার্তা পৌঁছে দিই। ঠিক একই সঙ্গে আমরা কর্মীসভা ও করি। যে আমাদের এই কর্মীসভা থেকে যারা আমাদের কর্মীরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের দলের কথা বলবে। আমাদের স্লোগান, মহিলাদের শক্তির মূল দিদির তৈরি তৃণমূল। এই স্লোগান দিয়েই আমরা আজকে 23 তম সভা করছি।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

