রানাঘাট শহরে টোটোর দাপাদাপি সেই সঙ্গে দোকানের সামনে রাস্তার মাঝে গাড়ি, দুই চাকা বাইক রেখে দেওয়া। কিছু বললে হুমকি এবং ঝগড়া লেগেই থাকে।
By -Prathamalorbarta
সেপ্টেম্বর ২৫, ২০২৫
0
টোটোর দাপাদাপি আরও ভায়নক যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলা, রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে যাত্রী আসার অপেক্ষায় এই ভাবে চালিয়ে আসছে।
তাদের কিছু বললেই এই নেতার লোক বলে হুমকি তাদের ভয়ডর শূন্য ভাবে টোটো চালানো। মঙ্গলবার তাই রানাঘাট থানার আই, সি তন্ময় ভট্টাচার্য এর নেতৃত্বে রানাঘাট পৌরসভার সহয়তায় আজ হঠাৎ রাস্তায় নেমে সতর্ক করা হলো।