হরিণঘাটা থানার বড় সাফল্য এটিএম এ জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার ২। আটক দুটি চারচাকা গাড়ি, রুপোর অলংকার সহ নগদ টাকা।
এটিএম এ জালিয়াতির ঘটনায় ভিন জেলার দুজন প্রতারককে গ্রেফতার করল হরিণঘাটা থানা। আটক করা হলো দুটি চারচাকা গাড়ি। ধৃতরা আনুমানিক বছর ২৯ এর শুভম মাল। আমতলা, কন্যানগর কলোনি, বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। অপরজন বছর ৪১ এর সুবীর সেখ, রায়দিঘি, পশ্চিম জটা, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ১৭ সেপ্টেম্বর বুধবার সকালে অভিযুক্তদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ১৮ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তদের পাঠানো হয় কল্যাণী মহকুমা আদালতে।
জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য সামনে আসে, এই দুজন অভিযুক্ত একাধিক ক্রাইম এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তারা এটিএম এর মাধ্যমে টাকা তুলে বিভিন্ন জায়গা থেকে রুপোর অলংকার কিনেছেন। তাছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, মূল্যবান ঘড়ি, দুটি গাড়ি, একাধিক ব্যাংকের এটিএম কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সহ নগদ ৮০ হাজার টাকা।