চারের পল্লী দূর্গা পুজো কালের বোধন প্রাক পঁচাত্তর এর চমক আর এই বছর দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার।
ফিতে কেটে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক তাপস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর দিপালী চক্রবর্তী, শ্যামসুন্দর হালদার, সুকোমল আচার্য, কমলেন্দু চৌধুরী, দেবোতোষ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জন।
এই দিন দুঃস্থ দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। প্রায় 200 জন দুঃস্থদের বস্ত্র প্রদান করেন উপস্থিত বিশিষ্ট জন। বাঙালির মুক্তির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা কে কেন্দ্র করে আট থেকে আশি সকলের মনের মধ্যে আনন্দের অনুভুতি জাগরিত হচ্ছে। পুজো কমিটির সদস্য সম্রাট আচার্য বলেন এই বছর চারের পল্লী দুর্গা উৎসব প্রাক পঁচাত্তর বর্ষে পদার্পণ করছে রানাঘাট চার এর পল্লী পূজা কমিটি। প্রাক 75 বছরের পূজায় চারএর পল্লীর এবারের ভাবনা কালের বোধন।