গ্রাম পাল্লা দেবী শহরের সঙ্গে পূজা মন্ডপ সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি আড়াই লক্ষ টাকার প্রতিমা নিয়ে অপেক্ষা সময়ের

Prathamalorbarta
By -
0

 এবার শহরের দুর্গা প্রতিমা এবং মণ্ডপের সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে তৈরি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা উত্তর দুর্গাপুর সার্বজনীন দূর্গা উৎসব কমিটির সপ্তম বছরের পূজা।


 সামুদ্রিক ঝিনুকের তৈরি প্রতিমা ও শ্রীলংকার গৌরী মন্দিরের আদলে সানফ্লাওয়ার এবং থার্মোকলের তৈরি পূজা মণ্ডপ।গত বছর বাঁশের তৈরি প্রতিমা জেলার সেরা হয়ে নজর কেড়েছিল এই পূজা কমিটির। 


এবারই লক্ষ্য শুধু প্রতিমায় নয় গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে মন্ডপের প্রতিটি কোনায় কোনায়। 

আড়াই লক্ষ টাকার সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি দুর্গা প্রতিমা জেলার প্রত্যেকটি মন্ডপের প্রতিমার সঙ্গে পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে। গ্রাম এবার শহরের সঙ্গে পাল্লা দিতে তৈরি শুধু সময়ের অপেক্ষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)