এক অন্যরকম মাতৃ আরাধনার দৃষ্টান্ত ফুটে উঠলো বালুরঘাট বুড়াকালী মাতার মন্দিরে

Prathamalorbarta
By -
0

প্রতিবছরের মতো আজ বালুরঘাট শ্রী শ্রী বুড়াকালী মাতা পূজা সমিতির পরিচালনায় আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে সারাবছর ভক্তদের দেওয়া বুড়াকালী মাতাকে মানতের নিবেদন করা শাড়িগুলো শহরের পাশাপাশি শহরতলীর দুঃস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হলো। বুড়াকালী মাতা পূজা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ আড়াইশোটির বেশী শাড়ি বিতরণ করা হয়। পরবর্তীতে এই ধরনের কর্মসূচি আবার নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)