নদীয়া: রাজ্যার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করবেন ১০০কিলো সোনার অলংকার পরিহিত মা দূর্গার আর তাই নিয়ে সাজ সাজ রব। প্রতিবছর নদিয়ার কল্যাণী

Prathamalorbarta
By -
0

লুমিনিয়াস ক্লাব দুর্গাপুজোর মন্ডপ কিংবা প্রতিমার নতুন নতুন আকর্ষণ করে তোলেন এবারের আকর্ষণ মায়ানমারের স্যানভিউম প্যাগোডার আদলে মন্ডপ সজ্জা তৈরী হয়েছে। এই সুবিশাল পূজামন্ডপের উদ্বোধন করেন ভার্চুয়ালের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বহু প্রতীক্ষিত এই পূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে  দর্শনার্থী থেকে অনেক মানুষের ভিড় হবে কল্যানিতে বলে আশাবাদী পূজো কমিটি। তাদের পূজো  এইবার ৩৩তম বর্ষে পদার্পণ করছে। এইবারেরও বিশেষ আকর্ষণ দেবী দূর্গা মা কে  ১০০ কেজি সোনার অলঙ্কার দিয়ে সুসজ্জিত করা হচ্ছে। গোটা  নদীয়া জেলা নয় রাজ্য সহ দুর্গাপূজা  যতগুলি পূজা মন্ডপ হচ্ছে তার মধ্যে আকর্ষিত হচ্ছে এই মন্ডপ পাশাপশি সুসজ্জিত সোনার অলংকার পরিহিত মা দূর্গা সবথেকে বেশি আকর্ষণ নদীয়ার কল্যাণীর লুমিনাস ক্লাবের এই পুজো মণ্ডপে।  পূজো শুরু হওয়ার আগের থেকেই ভিড় বিদেশ থেকেও দর্শনার্থী ভিড় জমাচ্ছেন  এই মণ্ডপ দেখতে। প্রায় ছয় মাস ধরে মণ্ডপ তৌরী হয়েছে। এখন থেকে  দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হচ্ছে সেখানেই বোঝা যাচ্ছে পুজোর কটা দিন কিভাবে মানুষের কাতারে কাতারে ভিড় হবে।   পুলিশ প্রশাসন সজাগ যেহেতু দূর্গা মা সোনার অলঙ্কার দিয়ে সুসজ্জিত তাই কড়া নিরাপত্তা ঘিরে ফেলা হবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)