চার মাস হয়ে গেলো এখনো মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হলো না,কবে হবে বিচার? বিচার চেয়ে আদালতের সামনে ক্ষোভ উগ্রে দিলেন কানাইপুরের প্রতিবন্ধী নাবালিকার পরিবার।

Prathamalorbarta
By -
0

 গত মে মাসে কোন্নগর কানাইপুরে এক নাবালিকা প্রতিবন্ধীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে খুন করা হয় বাঁশ বাগানে।এলাকারই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

এই ঘটনায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত দোসরা জুন শ্রীরামপুর আদালতে সরকারপক্ষের আইনজীবী হিসেবে সওয়াল করেন।নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন মামলা দ্রুত নিষ্পত্তি হবে।দুমাসের মধ্যে সাক্ষ গ্রহণ শেষ হবে এবং ছমাসের মধ্যে মামলার নিষ্পত্তি করা হবে।আদালতে সরকার পক্ষ থেকে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি  ফাঁসির আবেদন জানানো হবে।

মৃতার পরিবারের অভিযোগ,চার মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত মামলা কি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তারা জানতে পারছেন না।আজ আদালতে এসে তারা খুব দেখান।অভিযুক্তের শাস্তি দাবি করেন।

ডালসা নিযুক্ত আইনজীবী রবীন্দ্রনাথ ঠাকুর বলেন,এই মামলায় আসামিপক্ষের হয়ে আমি দাঁড়িয়েছি।আজ প্রথম একজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।মামলায় চল্লিশ জনের বেশি সাক্ষী আছে।সেটা এক দু'মাসে হওয়া সম্ভব নয়।যারা আইন বোঝে আইন জানে তারা বিষয়টা বুঝতে পারবে।নির্যাতিতার পরিবারকে কি বলা হয়েছে সেটা আমার জানা নেই।তবে একজন আইনজীবী তিনিও জানেন এই মামলা দু-তিন মাসে শেষ হওয়া সম্ভব নয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)