কমরেড অর্ণব চৌধুরী বলেন, এস আই আর নিয়ে প্রথম থেকেই তৃণমূল বিজেপি মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে। কিন্তু বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় সুনিশ্চিত করবার জন্য এবং ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরী করবার জন্য বামপন্থীরাই আন্দোলন করে আসছে ও আগামীতেও করবে। আমাদের দেশের ও রাজ্যের মূল সমস্যা বেকার যুবক-যুবতীদের কাজের অভাব, তাদের কর্মসংস্থানের জন্য, শিক্ষা স্বাস্থ্যের জন্য , পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য, নিত্যপ্র়য়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করবার জন্য, ভূখা পেটে ভাত ও সব হাতে কাজের জন্য লাল ঝান্ডার আন্দোলন চলবে।
স্বচ্ছ ভোটার তালিকা তৈরী করবার জন্য বামপন্থীরাই আন্দোলন করে
By -
ডিসেম্বর ১৬, ২০২৫
0
Tags:

