রাম ঠাকুরের পুজো মন্দিরের প্রতিষ্ঠা

Prathamalorbarta
By -
0

মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠিত হলেন রামঠাকুরের। বাংলাদেশে এই রামঠাকুর প্রতিষ্ঠা হয়েছিলেন দুই দিনের এই রাম ঠাকুরের পুজো মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রামঠাকুরের পুজো শুনে এসেছেন রানাঘাট রামনগর আইসতলায়। নানা অনুষ্ঠান পুজো অর্চনা ও ভোগ বিতরণ করা হয়। স্বপন দত্ত বণিক এই মন্দিরপ্রতিষ্ঠা করেন এই প্রসঙ্গে কি জানাচ্ছেন তিনি।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)