মোহনবাগানের প্রাক্তন ফুটবলার রানাঘাটের গর্ব ৭৬বছর বয়েস কৃষ্ণ মিত্রের স্মরণসভা

Prathamalorbarta
By -
0

অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার রাতে রানাঘাট স্পোর্টিং ক্লাবে স্মরণ সভায় উপস্থিত ছিলেন রানাঘাট তথা কলকাতা থেকে আগত প্রখ্যাত ফুটবলার কৃষ্ণমিত্রের গুনমুগ্ধ এবং তাঁর কাছের ব্যক্তিগণ।

কলকাতা I,F,A ইন্ডিয়ান ফুটবল এসোসিয়েশন থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ফুলের স্তবক পাঠানো হয় পাশাপশি এরিযানস ক্লাব থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। তার রানাঘাটে প্রথম ক্লাব স্পোর্টিং ক্লাবে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়। এই দিন একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কৃষ্ণ মিত্রের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তাঁর একমাত্র কন্যা, জামাতা ও ভাই। ছিলেন তাঁর বন্ধু এবং তাঁর কাছের ব্যক্তি গণ। শোকের পরিবেশ এবং সকলের কাছের মানুষ কৃষ্ণ মিত্রের সম্বন্ধে আলোকপাত করেন। উল্লেখ্য শুক্রবার সকালে  রানাঘাটের গর্ব প্রখ্যাত ফুটবলার কৃষ্ণ মৈত্র পরলোক গমন করেন।  কলকাতা বালি প্রতিভা তে প্রথম খেলা শুরু করেছিলেন। এরপর এরিয়ান ক্লাব সেখান থেকে বি, এন, আর সেখান থেকে মোহনবাগান । এর পর ইস্টবেঙ্গল সেখানে এক বছর খেলে আবার মোহনবাগান তারপর এরিয়ন ক্লাব থেকে অবসর নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)