পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহোৎসব অনুষ্ঠিত হলো সাড়ম্বরে

Prathamalorbarta
By -
0

পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহোৎসব অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। নদিয়ার ধানতলা থানাভিত্তিক এই মহোৎসব অনুষ্ঠিত হয় আড়ংঘাটা পার্কের মাঠে। সৎসঙ্গ কেন্দ্র আড়ংঘাটা, বহিরগাছি, দত্তপুলিয়া, বড়বড়িয়া এবং হরিশপুর সৎসঙ্গ কেন্দ্রের সম্মিলিত প্রয়াসে মহোৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের আশীর্বাদে ও পরম পূজনীয় শ্রীশ্রী অবিনদাদার ঐশী প্রেরণায় আড়ংঘাটা পার্ক মাঠে। পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৮ তম জন্মবর্ষে সারা দিনব্যাপী মহোৎসব ঘিরে শ্রদ্ধালু প্রচুর মানুষের ঢল নামে।

১৩ ডিসেম্বর শনিবার বিকেল তিনটে থেকে উৎসব মণ্ডপে চলে বসে আঁকো প্রতিযোগিতা। এরপর  মহোৎসবের শুভ উদ্বোধন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয়। এরপর সন্ধ্যায় বিচিত্রা অনুষ্ঠান এবং বিভিন্ন শিল্পকলা ও শ্রীশ্রী ঠাকুরের জীবন এবং কর্মধারা বিষয়ক একটি প্রদর্শনী বিশেষ নজর কাড়ে।

১৪ ডিসেম্বর রবিবার কাকভোর থেকেই শুরু হয় ঊষাকীর্তন সহ নগর পরিক্রমা, প্রাতঃকালীন বিনতি প্রার্থনা, সমবেত নামজপ ও অমীয় গ্রন্থাদি পাঠ। সঙ্গীতাঞ্জলী, পারণপর্ব, গীতি নৈবেদ্য, লীলাকীর্তন, গীতি-আলেখ্য, ছড়ার গান ও ভক্তিগীতি, ভোগ নিবেদন, প্রসাদ বিতরণ। মাতৃ মণ্ডলী পরিবেশনায় ইষ্টপ্রসঙ্গ, নদিয়া ডিপি ওয়ার্কস টিমের পরিবেশনায় কীর্তন, আলাপনী সভা। সঞ্চালনায় ছিলেন অচিন্ত্যকুমার পাল সৎসঙ্গ, স্বস্তি শিবির, কৃষ্ণনগর। পরে দক্ষিণ ২৪ পরগনার সৎসঙ্গী যুবকবৃন্দের পরিবেশনায় ব্যান্ড। বিকালে সমবেত বিনতি প্রার্থনা, অতঃপর সমবেত নামজপ ও অমীয় গ্রন্থাদি পাঠ, সবশেষে পরেশ ঘোষ ও সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীশ্রী ঠাকুরের ভাবধারায় তরজা গান পরিবেশিত হয়। এবং মূল মঞ্চে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আড়ংঘাটা সৎসঙ্গ কেন্দ্রের ঋত্বিক বীরদ্যুতি পালের আন্তরিকতা, আহ্বান এবং আয়োজন বিশেষভাবে নজর কাড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)