কৃষকদের ফসল বীমা করার জন্য ট্যাবলেট প্রচার!

Prathamalorbarta
By -
0

পূর্ব মেদিনীপুর: শীত কালে শুরু হচ্ছে রবি মরশুমের চাষ। ধান ও ডাল শষ্য চাষের ক্ষেত্রে আবহাওয়ার খামখেয়ালীপনায় বিশেষ করে অতিরিক্ত বৃষ্টি বা বর্ষা কিংবা খরার কারণে ফসল নষ্ট হলে সমস্যায় পড়তে হয় কৃষকদের। আর এই সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরে কৃষকদের ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। তবে এ রাজ্যে কৃষকদের ফসল বীমা করতে একটিও পয়সা ব্যয় করতে হয় না কৃষকদের। 

কৃষকদের উপযুক্ত নথি দিয়ে কৃষি দপ্তরে আবেদনের ভিত্তিতে ফসল ক্ষতি হলে, ফসলের ক্ষতিপূরণ হিসেবে অর্থ পেয়ে থাকেন কৃষকেরা। একইভাবে আসন্ন রবি মরশুমে চাষের শুরুতেই কৃষকদের ফসল বীমা করার আবেদন শুরু হচ্ছে। আর এই বার্তা সাধারণ কৃষকদের জানানোর উদ্দেশ্যে ট্যাবলোর শুভ সূচনা করা হলো। এই ট্যাবলোটি পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লক এলাকায় ঘুরবে প্রচারের উদ্দেশ্যে। এদিন ফিঁতে কেটে, সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ সূচনা করা হলো। এদিন শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন ) নেহা ব্যানার্জী, এছাড়াও ছিলেন জেলার কৃষি আধিকারিক সুকান্ত সাহা রায়, কৃষ্ণা সীট, এস বি আই জেনারেল ইন্সুরেন্স কোম্পানির আধিকারিকেরা। ফসলের কোন ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ পায় সে জন্যই অশ্লীল বীমা করা অত্যন্ত জরুরি বলেও জানান কৃষি আধিকারিক। তার দুজন ইতি মধ্যেই প্রায় কয়েক লক্ষ কৃষক এর আওতায় এসেছে বলেও জানিয়েছেন আধিকারিকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)