কারুর পৌষ মাস কারুর সর্বনাশ তবে জনবহুল এলাকায়

Prathamalorbarta
By -
0

কারুর পৌষ মাস কারুর সর্বনাশ তবে জনবহুল এলাকায় হঠাৎ করে রানাঘাট বিশ্বাসপাড়া বিজেপি কার্যালয়ে ঢুকে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেলো টিভি এবং ৪০টি চেয়ার। বিজেপি সুত্রে জানা গেছে, শনিবার তাহেরপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিলো তাই অফিস বন্ধ করে সকাল বেলায় চলে গিয়েছিলেন কর্মী সমর্থক স্থানীয় নেতৃত্ববৃন্দ তাহেরপুরে প্রধানমন্ত্রী জনসভায়। সেই সুযোগে দুষ্কৃতীরা অফিস ঘরে ঢুকে চুরি করে নিয়ে গেলেন টিভি ও ৪০টি চেয়ার ।এই ঘটনার পর  রাতে অফিস খুলতে গিয়ে দেখেন তালা খোলা ভেতর থেকে টিভি ও চেয়ার খোয়া গেছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারিনি।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)