যারা কোনদিন গলিতে টেনিস বল খেলেনি তাদের ইনমিটেশন দিয়ে কিংবদন্তি ফুটবলার মেসিকে দেখার সুযোগ করে দিয়েছে। যারা অর্থ ব্যয় করে টিকিট কেটেছে, যারা ১০০ টাকা দিয়ে চিপস ২০০ টাকা ৩০০ টাকা দিয়ে জলের বোতল কিনেছে, তারা দেখতে পেলেন না তাদের প্রিয় মেসিকে। এই ব্যর্থতা রাজ্যের ক্রিয়া মন্ত্রীর। রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট হয়েছে। কাউকে শোকজ করতে গেলে নিজেকেই নিজে শোকজ করুক। মঙ্গলবার নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করতে এসে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য।
আগামী ২০ তারিখ নদীয়ার তাহের পুরের নেতাজি পার্কে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইতিমধ্যে চলছে জোড় কদমে প্রস্তুতি। সভামঞ্চ পরিদর্শন করতে প্রতিদিনই আসছেন বিজেপির হেভি ওয়েট নেতা নেতৃত্ব, ঠিক তেমনি মঙ্গলবার মাঠ পরিদর্শন করতে আসলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঘুরে দেখলেন প্রস্তুতির পরিকাঠামো, প্রধানমন্ত্রী জেলা সফর কে কেন্দ্র করে নিরাপত্তা নিয়েও কথা বললেন কর্মীদের সাথে। যদিও এখন থেকেই করা হয়েছে নিরাপত্তা জোরদার। এসপিজির তত্ত্বাবধানে রয়েছে নিরাপত্তার ব্যবস্থা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতায় কিংবদন্তি ফুটবলার মেসি আশাকে কেন্দ্র করে একরাশ ক্ষোভ উগরে দিলেন শ্রমিক ভট্টাচার্য।

