মনুয়া টিলার জঙ্গলে গোপন অভিযান যাত্রাপুর থানার হাতে ১৫ হাজার গাঁজা গাছ ধ্বংস

Prathamalorbarta
By -
0

ভবানীপুর মনুয়া টিলার ঘন জঙ্গলে আবারও বড় ধরনের নেশা বিরোধী অভিযান চালাল যাত্রাপুর থানা ও বিওপিগুলোর যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই ৪৫ জনের একটি বিশেষ দল জঙ্গলের দিকে রওনা দেন। সঙ্গে ছিলেন ওসি সিতি কন্ট বর্ধন, কৈয়া টিলা বিওপির কমান্ড্যান্ট সঞ্জয় হালদার এবং নিউ নিদয়ার কমানি কমান্ডেন্ট  দীপঙ্কর সাহা।

সূত্রে জানা যায়, জঙ্গলের পাঁচটি আলাদা প্লটে গোপনে চাষ করা হয়েছিল বিশাল আকারের গাঁজার ক্ষেত। টানা আড়াই ঘণ্টার অভিযান শেষে মোট ১৫,০০০ গাঁজা গাছ কেটে ফেলে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এরপর সকাল ৯টার দিকে পুরো দলটি থানায় ফিরে আসে।নেশা কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক কঠোর অবস্থানের ফলেই যাত্রাপুর থানা এলাকায় এমন সফলতা বারবার ধরা পড়ছে। এ বিষয়ে ওসি সিতি কন্ট বর্ধন বলেন, “মানুষের ভবিষ্যৎ বাঁচাতে নেশার বিরুদ্ধে লড়াই থামবে না। সামনে আরও বড় অভিযান আসছে।”এদিনের অভিযানে এসআই প্রীতম দত্ত, এসআই কাফু রায় দের্বমা, অমর কিশোর দের্বমা সহ থানার পুলিশ ও টি.এস.আর জওয়ানরা একসঙ্গে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)