এগরা স্বর্ণ ব্যবসায়ীর কোটি টাকার প্রতারণা,স্থানীয়দের সন্দেহ ব্যবসায়ী বাংলাদেশি।এলাকায় তীব্র চাঞ্চল্য

Prathamalorbarta
By -
0

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান এলাকায় কোটি কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী উধাও হওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছেন। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।

 ​জানা গেছে, অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম সেক সাত্তার। তিনি বিগত প্রায় ৪ বছর ধরে জেড়থানে একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাতেন। অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি বিশ্বাস অর্জন করেন। এরপর তিনি এলাকার বহু গ্রাহকের কাছ থেকে পুরোনো সোনা নিয়ে নতুন গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে সোনা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন। ​গত পরশু সন্ধ্যা থেকেই ওই স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ। এরপরেই এলাকাবাসী বুঝতে পারেন যে তাঁরা প্রতারিত হয়েছেন। অভিযোগ, সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে তিনি পালিয়েছেন।

জানা গেছে, ওই ব্যবসায়ীর আধার কার্ডে ঠিকানা রয়েছে হুগলি জেলার বগবতীপুর এলাকায়। তবে এলাকাবাসীর একাংশের অনুমান, সেক সাত্তার হয়তো বাংলাদেশী নাগরিক এবং তিনি পরিচয় গোপন করে এই ধরণের আর্থিক প্রতারণা করেছেন। তাঁর বাংলাদেশী হওয়ার অনুমান স্থানীয়দের মধ্যে আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে।এই আর্থিক প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। বহু মানুষ তাঁদের সঞ্চয় ও সোনা হারিয়ে এখন দিশাহারা। এগরা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)