‘সাইয়ারা’র মুকুটে নয়া পালক, অহন-অনীতের প্রেমের মন্ত্রে কিস্তিমাত

Prathamalorbarta
By -
0

অহন-অনীতের প্রেমের মন্ত্রেই বাজিমাত। ‘সাইয়ারা’র মুকুটে নয়া পালক। মুম্বইয়ের ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতল ছবিটি। কুড়ি বছরের কর্মজীবনের প্রথম পুরস্কার জয়ে আবেগে ভাসছেন পরিচালক মোহিত সুরি। পুরস্কার জয়ের পর আপ্লুত পরিচালক বলেন, “এটা সত্যিই বিশেষ। আমি গত ২০ বছর ধরে কাজ করেছি। এটাই আমার প্রথম পুরস্কার জয়। এই ছবিতে অনেক কিছুই প্রথম। অভিনেতাদেরও এটা প্রথম কাজ, প্রথম আমি যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করলাম। '



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)