পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গার এক দুষ্কৃতীকে এই চুরির ঘটনায় গ্রেফতার
By -Prathamalorbarta
নভেম্বর ১০, ২০২৫
0
ফের বোলপুর থানা পুলিশের সাফল্য।বোলপুর থানার অন্তর্গত বোলপুর ইন্দিরা পল্লী এক প্রশাসনিক কর্তার বাড়িতে চুরি হয়। এই চুরির কিনারা করল বোলপুর থানার আইসি নেতৃত্বে বোলপুরের পুলিশ বাহিনী। জানা গেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গার এক দুষ্কৃতীকে এই চুরির ঘটনায় গ্রেফতার হয়। তার কাছ থেকে বেশ কিছু সোনা গহনা উদ্ধার হয়।
পরে তাকে বোলপুর থানার পুলিশ হেফাজতে নেয়। পুলিশ ওই দুষ্কৃতিকে জেরা করলে পরিতক্ত এক বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা গয়না উদ্ধার হয় এবং জানা যায় শান্তিনিকেতন এবং বোলপুর এলাকায় চুরি হয়ে যাওয়ার গয়নাগুলো। পাশাপাশি ইন্দিরা পল্লী প্রশাসনিক কর্তার বাড়ির চুরি হয়ে যাওয়ার সোনার গয়না উদ্ধার হয়। কিন্তু যেভাবে শান্তিনিকেতন ও বোলপুর এলাকায় দিনরাত দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে এবং একের পর এক বোলপুর পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে, খুব স্বাভাবিকভাবে এলাকার মানুষ বোলপুর পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানান। বোলপুর এবং শান্তিনিকেতন এলাকার পুলিশ প্রশাসন খুব সক্রিয় । এর আগেও আমরা দেখেছি বোলপুর পুলিশ প্রশাসন একাধিক দুষ্কৃতিকে গ্রেফতার করেছে এবং চুরি হয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করে যাদের জিনিস তাদেরকে ফিরিয়ে দেন।।