প্রতিদিন লবঙ্গ চিবোলে শরীরে ঘটে এই আশ্চর্য পরিবর্তনগুলি

Prathamalorbarta
By -
0

লবঙ্গ  একটি সুগন্ধি মশলা, যা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, শরীরেরও নানা উপকারে আসে। প্রতিদিন অল্প পরিমাণে লবঙ্গ চিবোলে হজম শক্তি বৃদ্ধি পায়, কারণ এতে থাকা ইউজেনল গ্যাস, অম্বল ও পেট ফাঁপা দূর করতে সাহায্য করে। পাশাপাশি এটি হজম এনজাইমের নিঃসরণ বাড়িয়ে খাবার দ্রুত হজমে সহায়তা করে। লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দাঁত ও মাড়ি মজবুত করে, মুখের জীবাণু দূর করে এবং দুর্গন্ধ কমায়। প্রাচীনকাল থেকেই দাঁতের ব্যথা কমাতে লবঙ্গ তেল ব্যবহার করা হয়ে আসছে।


এছাড়া লবঙ্গের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ বা মরসশুমি রোগের ঝুঁকি কমায়। এটি শ্বাসযন্ত্র পরিষ্কার রাখতে সহায়তা করে, গলায় জমে থাকা কফ দূর করে এবং কাশি প্রশমিত করে। ঠান্ডা লাগলে গরম জলে লবঙ্গ ফুটিয়ে খেলে গলা ও শ্বাসযন্ত্রে উপকার পাওয়া যায়। তবে অতিরিক্ত লবঙ্গ খাওয়া ঠিক নয়; প্রতিদিন ১–২টি লবঙ্গ যথেষ্ট শরীরকে সুস্থ রাখতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)