‘আমরা ভারতের সেরা ক্লাবগুলোর সমান’, সেমিতে উঠে হুঙ্কার অস্কারের

Prathamalorbarta
By -
0

সুপার কাপে নিষ্ফলা ডার্বি। গোলপার্থক্যে এগিয়ে থাকায় ড্র করেও সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল। শেষ চারে যাওয়ার লক্ষ্যে থাকা মোহনবাগানের ফুটবলে সৃজনশীলতার অভাব ছিল। প্রথমার্ধে একতরফা ফুটবল খেলে ইস্টবেঙ্গল।

বিপিন-মহেশদের গতি, মাঝমাঠে রশিদ-মিগুয়েলের লড়াকু মানসিকতায় প্রবল চাপে পড়ে সবুজ-মেরুন। অন্যদিকে এমন একটা ‘মাস্ট উইন’ ম্যাচে মোহনবাগান কোচ মোলিনার রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য। মোলিনা অবশ্য দায় চাপিয়ে দিলেন স্ট্রাইকারদের উপর। আর লাল-হলুদের হেড স্যর অস্কারের হুঙ্কার, ‘আমরা ভারতের সেরা ক্লাবগুলোর সমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)