বোলপুর থানার পুলিশের বড়সড় সাফল্য।।

Prathamalorbarta
By -
0

বোলপুরে চুরি সামগ্রিক সহ তিনজন গ্রেপ্তার। বোলপুর থানার পুলিশের বড় সাফল্য। বোলপুর এলাকায় পরপর দুটি চুরির ঘটনার পর বোলপুর থানা পুলিশের সাফল্য এলো। বোলপুরে উদয়নপল্লী ও বিবেকানন্দ পল্লী এলাকায় পরপর দুটি চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই বোলপুর থানার পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে। ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে বোলপুর থানার পুলিশ চুড়ির সঙ্গে অভিযুক্ত তিনজন চোরকে  গ্রেফতার করে। 

সূত্রের খবর তিনজনদের মধ্যে একজন বোলপুর হাট তলার কোন এক ব্যবসায়ীকে এই চুরির মাল বিক্রি করতো। চুরি যাওয়া সোনার গয়না পত্র হাটতলার ওই ব্যবসায়ীকে বিক্রি করতো এই খবর পাওয়ার পর পুলিশ ওই দোকানদারে দোকান থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করে । ওই  অসাধু ব্যবসায়ী চোরেদের কাছ থেকে ১০ থেকে ১২ ভরি সোনা কিনেছিলেন মাত্র ত্রিশ হাজার টাকায়। স্বীকারোক্তি দিয়েছে চোররা ‌ পুলিশের জেরাই স্বীকার করেছে। এই ঘটনায় কিছু অসাধু লোকজনেরা জড়িয়ে আছে বলে জানা যায় তাদেরকে আগামী দিনেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনায় আশা করা যায় কিছুটা হলেও শান্তি মিলবে। বোলপুর পুলিশ প্রশাসনের কাছ থেকে জানা যায় এই অভিযান বজায় থাকবে । চুরির ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ প্রশাসন। বোলপুর পুলিশ প্রশাসনের এই বড়সড় সাফল্য সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)