কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক ও শিক্ষক কর্মচারী বিরোধী চারটে শ্রমকোড বাতিলের দাবিতে সি আই

Prathamalorbarta
By -
0

কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক ও শিক্ষক কর্মচারী বিরোধী চারটে শ্রমকোড বাতিলের দাবিতে সি আই টি ইউ, ইউ টি ইউ সি, এ আই টি ইউ সি, টি ইউ সি সি, ১২ই জুলাই কমিটি, জয়েন্ট অ্যাকশন কমিটি ও সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে সারাদেশের পাশাপাশি  বালুরঘাটেও কালেকটরেট বিল্ডিংয়ের সামনে আজ ২৬শে নভেম্বর বুধবার বিকালে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হলো। আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সি আই টি ইউ - এর পক্ষ থেকে কমরেড গৌতম গোস্বামী, ইউ টি ইউ সি - এর পক্ষ থেকে কমরেড অমর সরকার, কিষান মোর্চার পক্ষ থেকে কমরেড অমিত সরকার, জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে কমরেড অর্ণব চৌধুরী, টি ইউ সি সি - এর পক্ষ থেকে কমরেড সুব্রত সরকার প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও আজকের বিক্ষোভ সমাবেশে শিক্ষক কর্মচারীদের বাম সংগঠনগুলির নেতৃত্ব ও সদস্যরা এবং অঙ্গনওয়াড়ির কর্মীরা উপস্থিত ছিলেন। আজকের বিক্ষোভ সমাবেশ থেকেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, শিল্পভিত্তিক ফেডারেশন, ১২ই জুলাই কমিটি, জয়েন্ট অ্যাকশান কমিটি ও সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে উপস্থিত নেতৃত্বরা কালো ব্যাচ পড়ে প্রতিরোধ প্রকাশ করার পাশাপাশি শ্রম কোডের কপি পুড়িয়ে প্রতিবাদ করে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)