রাজ্যের অঙ্গনওয়াড়ির খাবার। যাতে মিলেছে সাপ

Prathamalorbarta
By -
0

কাঠগড়ায় ফের রাজ্যের অঙ্গনওয়াড়ির খাবার। যাতে মিলেছে সাপ। এমনই বিস্ফোরক অভিযোগ নদীয়া জেলার অঞ্জন শুকুলে। যেখানে শিশুদের খাবারে সাপ । 

অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিশু । অঙ্গনওয়াড়ির খাবারে সাপ ! এই কথা ছড়িয়ে পড়তেই বেশ উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়েও। নদিয়ায় অসুস্থ হয়ে গিয়েছে কয়েকজন শিশু। ঘটনাস্থলে তুমুল শোরগোল। চাপড়ার ডোমপুকুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার ঘিরে বিতর্ক যেন থামছেই না ! 

ফের একবার যে খাবার থেকে উদ্ধার হয়েছে সাপ ! অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নেওয়া খিচুড়ি কিছুটা বাচ্চাদের খাইয়ে দেওয়ার পর তাদের মা দেখতে পান খাবারের মধ্যে একটি সাপের খোলস। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)