কাঠগড়ায় ফের রাজ্যের অঙ্গনওয়াড়ির খাবার। যাতে মিলেছে সাপ। এমনই বিস্ফোরক অভিযোগ নদীয়া জেলার অঞ্জন শুকুলে। যেখানে শিশুদের খাবারে সাপ ।
অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিশু । অঙ্গনওয়াড়ির খাবারে সাপ ! এই কথা ছড়িয়ে পড়তেই বেশ উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়েও। নদিয়ায় অসুস্থ হয়ে গিয়েছে কয়েকজন শিশু। ঘটনাস্থলে তুমুল শোরগোল। চাপড়ার ডোমপুকুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার ঘিরে বিতর্ক যেন থামছেই না !
ফের একবার যে খাবার থেকে উদ্ধার হয়েছে সাপ ! অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নেওয়া খিচুড়ি কিছুটা বাচ্চাদের খাইয়ে দেওয়ার পর তাদের মা দেখতে পান খাবারের মধ্যে একটি সাপের খোলস। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।