বিশ্বজয়ী দুই ক্রিকেটার রিচা ঘোষ এবং দীপ্তি শর্মাকে সংবর্ধনা দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। ইতিমধ্যেই বাংলার ক্রিকেটার রিচা এবং বঙ্গ ক্রিকেটের সঙ্গে একদা ওতপ্রোতভাবে জড়িত দীপ্তিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে লাল-হলুদ শিবির। মঙ্গলবার লাল-হলুদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ইস্টবেঙ্গল ক্লাব ভারতের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের দুই গর্বিত সদস্যা রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে তাঁদের অসাধারণ পারফরম্যান্স ও দেশকে গর্বিত করার জন্য। ক্লাবের পক্ষ থেকে সভাপতি এমএল লোহিয়া দুই ক্রিকেটারকেই আনুষ্ঠানিক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। ক্লাবের সদস্য ও দেশ-বিদেশের কোটি কোটি ক্লাব সমর্থকের পক্ষ থেকে তাঁদের এই ঐতিহাসিক সাফল্যের জন্যে অভিনন্দন জানানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

