বিলের কচুরিপানা পরিষ্কার করার সময় জলের মধ্যে থেকে উদ্ধার হল কয়েক বস্তা আধার কার্ড।

Prathamalorbarta
By -
0

ঘটনাস্থল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-2 ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকা৷ রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরেই এইভাবে কয়েক বস্তা আধার কার্ড উদ্ধারকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার পূর্বস্থলী-2 ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকায় বড়ো ডাঙার মোড় থেকে পিলা পঞ্চায়েত পর্যন্ত বিলের কচুরিপানা পরিষ্কার করার কাজ চলছিল। সেই কাজে যুক্ত কর্মীরা বিলের মধ্যে দু-একটা বস্তা দেখতে পান। ভারী সেই বস্তা দেখে তাঁদের সন্দেহ হয়। সেই বস্তা খুলতেই বেরিয়ে আসে গোছা গোছা আধার কার্ড। আপাতত তিন বস্তা আধার কার্ড উদ্ধার হয়েছে। সেই বিলে আরও আধার কার্ড আছে বলে তাঁদের অনুমান।

জানা গিয়েছে, আধার কার্ডে পূর্বস্থলী এলাকার হামিদপুর, পিলা এলাকার মানুষদেরই ঠিকানা দেওয়া আছে। খবর পেয়ে এদিন সেখানে যায় পূর্বস্থলী থানার পুলিশ। তারা আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়৷ স্থানীয় বিজেপি কর্মী পরিমল মিস্ত্রি এই ঘটনায় তদন্তের দাবি তুলেছেন৷ তবে পুলিশ এই নিয়ে মুখ খুলতে নারাজ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন৷

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)