দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা লালবাজারে
By -Prathamalorbarta
নভেম্বর ১৪, ২০২৫
0
শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ (IND vs SA Test)। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পরেই দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকেও। এই আবহেই ইডেনে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ। একেবারে দুর্গে পরিণত করে ফেলা হচ্ছে ক্রিকেটের নন্দনকাননকে। খেলা চলাকালীন দর্শকদের মধ্যে যেমন মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ তেমনই ইডেনের ফেন্সিং জুড়েও মোতায়েন হবে বিশাল পুলিশবাহিনী।