গঙ্গাসাগর সেতু: নতুন করে আশার আলো, টেন্ডার পেল L&T

Prathamalorbarta
By -
0

গঙ্গাসাগর সেতু নির্মাণ প্রকল্প আবারও এক ধাপ এগিয়ে গেল। রাজ্যের মুড়িগঙ্গা নদীর উপর বহু প্রতীক্ষিত এই সেতু তৈরির জন্য অবশেষে নতুন টেন্ডার প্রকাশ এবং তার সফল নিষ্পত্তি হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের দায়িত্ব পেল বিশ্বের অন্যতম নামকরা নির্মাণ সংস্থা Larsen & Toubro (L&T)। এর ফলে সেতুটি তৈরি হওয়া নিয়ে সাগর দ্বীপবাসীদের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।


​দীর্ঘদিন ধরে সাগর দ্বীপবাসীরা মুড়িগঙ্গা নদীর ওপর একটি সেতুর দাবি জানিয়ে আসছেন। এই বছরের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতু তৈরির ঘোষণা করে প্রাথমিক ভাবে এক হাজার কোটি টাকা বরাদ্দ করেন। তবে এর আগে পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় টেন্ডার বাতিল হয়ে গিয়েছিল, যা নিয়ে বিরোধীরা প্রচার শুরু করে দিয়েছিল যে গঙ্গাসাগর সেতু নির্মাণ হবে না।
​সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ নতুন করে প্রকাশিত টেন্ডারেই কাজের অনুমোদন দেওয়া হলো। প্রাথমিকভাবে এই সেতুর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। চুক্তি অনুযায়ী, কাকদ্বীপের লট নাম্বার আট থেকে কচুবেড়িয়া পর্যন্ত দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার এই সেতুর নির্মাণ কাজ চার বছরের মধ্যে শেষ করতে হবে।
​ইতিমধ্যেই মুড়িগঙ্গা নদীতে সেতুর জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছিল। এবার L&T-এর মতো বৃহৎ আন্তর্জাতিক সংস্থার টেন্ডার পাওয়ায় দ্বীপবাসীর মনে খুশি ও স্বস্তি দেখা দিয়েছে। তাদের আশা, দ্রুত কাজ শুরু হবে এবং আগামী চার বছরের মধ্যেই তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)