দুর্গাপূজো শেষ হওয়ার পর কালীপূজো শুরু।মায়ের অনেক রুপ অনেক নিয়ম অনেক রুপ দেখে থাকি। বর্তমান যুগে পুজোর নানা দিক খুলেছে
By -Prathamalorbarta
অক্টোবর ২০, ২০২৫
0
আর বারোয়ারী পূজো তে নানা থিম নানা ধরণের প্যান্ডেল দেখা যায়। তবে এই বছর একটু অবাক হওয়ার পালা নদিয়ার ধানতলা থানার আরংঘাটাতে অভিনব এবং ভাইরাল মায়ের মূর্তি করা হয়েছে এক লাখ ব্লেড দিয়ে এমন অভিনব প্রতিমা দর্শন করতে ভিড় হবে বলে পূজো কমিটির দাবী। পাশাপাশি আড়ংঘাটা পুষ্পক ক্লাবের পক্ষ থেকে তারা মায়ের আরাধনা করা হয়।
সত্যনারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ সজ্জা । এবারের মণ্ডপ সজ্জা অনেকের প্রসংশা পাবে বলে আশাবাদী ক্লাবের সদস্যদের।