থমকে গেল রাজকুমার হিরানি ও রণবীর কাপুরের আগামী ছবির কাজ।

Prathamalorbarta
By -
0

রাজকুমার হিরানি ও রণবীর কাপুরের যুগলবন্দি এর আগে দর্শককে উপহার দিয়েছে ‘সঞ্জু’র মতো ছবি। ২০১৮ সালে তাঁদের এই ছবি দর্শকের দরবারে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এই ছবি ছিল অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক। সেই ছবির অসামান্য সাফল্যের পর ফের বলিউডে নতুন ছবি নিয়ে আসতে চলেছেন রণবীর ও রাজকুমার জুটি সে কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। 

কবে আসবে সেই ছবি?শোনা যাচ্ছে, রণবীর কাপুরকে নিয়ে ফের একটি বায়োপিক নির্মাণের ভাবনাচিন্তা করছেন পরিচালক রাজকুমার হিরানি। স্বনামধন্য এক খেলোয়াড়ের জীবনী ফুটিয়ে তুলবেন এবার পরিচালক পর্দায়। তবে এই মুহূর্তে নাকি ছবির শুটিং শুরু হচ্ছে না বলেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই এই ছবি নিয়ে রীতিমতো পড়াশোনা শুরু করে দিয়েছেন তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)