রাজুদার পকেট পরোটা খাবেন মেসি?

Prathamalorbarta
By -
0

চোদ্দ বছর আগে যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি-মায়ার। ফের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওলেন মেসিকে। আর তা নিয়ে এখন থেকেই উন্মাদনা দর্শকদের মনে।


 কিন্তু হঠাৎই যদি শোনেন পরোটা বিক্রেতা রাজুদার সঙ্গে দেখা করবেন এলএম১০, বিশ্বাস করবেন? সত্যিই কি তাঁর তৈরি পরোটা খাবেন মেসি? যা নিয়ে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হইচই। ১৪ বছর পর ফের সেই যুবভারতীতে ফিরতে চলেছেন লিওনেল মেসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)