দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে আভ্যন্তরীণ স্বেচ্ছায় রক্তদান শিবির :-
By -Prathamalorbarta
অক্টোবর ২৯, ২০২৫
0
উৎসবেও থাকুক রক্তদান - এই স্লোগানকে সামনে রেখে বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আজ ২৯ শে অক্টোবর বুধবার বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে আভ্যন্তরীণ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
এই শিবিরে ফোরামের পক্ষ থেকে বালুরঘাট ব্লাড সেন্টারের আভ্যন্তরীণ স্বেচ্ছায় রক্তদান শিবিরের দায়িত্বে থাকা সদস্যা সোমা কুন্ডু সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই শিবিরে একজন মহিলা সহ মোট আঠাশ জন রক্তদান করেন এরমধ্যে এগারো জন প্রথম রক্তদান করেন।