বুকে ব্যথা করলে সঙ্গে সঙ্গে এই কয়েকটি কাজ করলেই জীবন বাঁচবে আপনার ! জেনে নিন.. হৃদরোগের প্রথম ১০ মিনিটে কি করবেন ? যদি গ্যাস ভেবে ওষুধ খান তাহলেই বিপদ বাড়তে পারে ! শুনে নিন...ডক্টর নারায়ন ব্যানার্জীর বিশেষ সতর্কবার্তা ...!
ভাবুন! বুকে হঠাৎ ব্যথা শুরু হলো মাঝরাতে..! আচমকা মনে হলো যেন বুকের মধ্যে ভারী পাথর কেউ চাপিয়ে দিয়েছে, আর সেই ব্যথা ছড়াচ্ছে গলা, পিঠ এবং চোয়াল অবধি। আপনি কি ভাবছেন এই সমস্যাগুলো কেবল হজম ও গ্যাসের থেকে হচ্ছে? কিন্তু বিশেষজ্ঞরা, বারবার সতর্ক করছেন এটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড়ো সংকেত। আর এই ব্যথা করলে প্রথম ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই সঠিক পদক্ষেপ না নিলে বিপদ আরো বাড়তে পারে। হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের বয়স নির্ধারিত নয়। ৮ থেকে ৮০, যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত টিপস, সতর্ক ভিডিও, এবং লাইফ স্টাইল গাইড দেখা যায়।
কিন্তু বহু মানুষ এখনো জানেন না - এই উপসর্গগুলি দেখা দিলে ঠিক কি কি করতে হবে। এই বিষয়ে ডঃ নারায়ণ ব্যানার্জি বলেছেন, হঠাৎ বুকে ব্যথা শুরু হলে অনেকেই গ্যাস ভেবে গ্যাসের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, এতে বিপদ আরো বেশি বাড়তে পারে । এরকম লক্ষণ দেখা দিলে প্রথমে কি করতে হবে ?এবং সেখানেই উপস্থিত হন। নিজের অভিজ্ঞতাও ভাগ করেছেন ডাঃ ব্যানার্জি, " যে কোনো ব্যক্তির যদি মাঝরাতে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় তাহলে গ্যাসের ট্যাবলেট নয় গন্তব্য সরাসরি হাসপাতাল।"অর্থাৎ হঠাৎ ব্যথা বা অস্বস্তি হলে কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত তা জানা গুরুত্বপূর্ণ। আপনার নেওয়া সচেতনতা ও দ্রুত সিদ্ধান্তই পারে আপনার জীবন বাঁচাতে। তাই মনে রাখুন, হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের প্রথম পদক্ষেপই সবচেয়ে শক্তিশালী অস্ত্র।