সকাল আটটা। বাংলার প্র্যাকটিস শুরু হয়েছে সবে। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে চলে এলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৫ অক্টোবর থেকে এবার রনজি অভিযান শুরু করবে বাংলা। তার আগে চূড়ান্ত প্রস্তুতি চলছে। বাংলার প্র্যাকটিসে প্রায় ঘণ্টা দু’য়েক ছিলেন সৌরভ।
নেটে প্রত্যেক ক্রিকেটারের ব্যাটিং-বোলিং আলাদা করে দেখলেন। কার কোথায় সমস্যা সে’সব শুনলেন।