অজিভূমে ১৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে কি সুযোগ পাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তাঁদের ২২ গজে আবার দেখার জন্য মুখিয়ে সমর্থকরা। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা হতে পারে ৪ অক্টোবর।
আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকার সম্ভাবনা রয়েছে। তাঁদের ভাগ্য নির্ধারণ হয়তো হতে চলেছে শনিবার। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন চলাকালীন নির্বাচকরা দল বেছে নেওয়ার জন্য বৈঠকে বসতে পারেন বলে জানা যাচ্ছে। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও স্পষ্টতা নেই।