এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে, সারেগামাপা খ্যাত আরফিন রানা!

Prathamalorbarta
By -
0

নজর কাড়লেন শ্রেয়া-বিশালদের!বাবা লোকো শিল্পী, মা রবীন্দ্রসংগীত শিল্পী - সংগীতের মাঝেই বড়ো হওয়া ছেলের দুর্দান্ত কামব্যাক শুভেচ্ছা পাঠালেন ইন্ডিয়ান আইডল খ্যাত শুভজিৎ ও বিশ্বরূপ! 


বাংলার মুখ উজ্জ্বল করতে প্রস্তুত এবার আরফিন রানা!দীর্ঘ ১১ বছর পর ফের আলোচনার কেন্দ্রে কলকাতার ছেলে আরফিন রানা। ২০১৪ সালে সারেগামাপার মঞ্চে সেকেন্ড রানার-আপ হওয়ার পরেই এবার ইন্ডিয়ান আইডল সিজন ১৬র মঞ্চে বাজিমাত। আরফিন ছোটবেলা থেকেই সংগীতের আবহে বড়ো হয়েছে । আরফিন এর বাবা লোক-শিল্পী এবং মা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। 

সংগীতের মঞ্চে অডিশন পর্বেই, তাঁর গলায় মোহাম্মদ রফির "মেরে মেহেবুব তুঝে মেরি মহব্বত কি.. ,"শুনে মুগ্ধ হয়েছিলেন শ্রেয়া ঘোষাল, হর্ষদীপ কৌর এবং বিশাল দাদলানি। সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল বলেন,"তোমার ঘরেই তো সংগীতের খাজানা"। সম্প্রতি চ্যানেলে প্রকাশিত প্রোমো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গতবারের ইন্ডিয়ান আইডলের মঞ্চে ঝড় তুলেছিলেন বিশ্বরূপ ও শুভজিৎ, এবছর তারাই পাঠিয়েছে শুভেচ্ছা বার্তা - লাল হৃদয় আর 'ভাই' লিখে করেছে সমর্থন আরফিনকে। 

আরফিন গান গাওয়ার পাশাপাশি রান্না করে এবং বই পড়ায় সে সব দিক থেকেই সমান পারদর্শী। আরফিন একাধিক রিয়ালিটি শো যেমন - 'ওম শান্তি ওম'- এ অংশ নিয়েছেন। এই সিজনে ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলার সুরে নতুন সংগীত ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন আরফিন রানা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)