শিমুরালি তে ঋতুপর্ণা সেনগুপ্ত উদ্বোধন করতে আসলেন শিমুরালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন নিম্ন বুনিয়াদী স্কুলে প্রাঙ্গণে শিমুরালি সর্বজন দুর্গা উৎসব কমিটির আহবানে পাশাপাশি পত্রিকা উদ্বোধন করেন গাইলেন তিনটি গান শ্বশুরবাড়ি জিন্দাবাদ তার সিনেমার উল্লেখযোগ্য গান কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এই ঋতুপর্ণাকে দেখতে |