দক্ষিণ দিনাজপুর জেলায় বিশ্ব বাংলা শারদ সম্মানে সেরা পুজোর পুরস্কার লাভ করেছে গঙ্গারামপুর ফুটবল ক্লাব, হিলি বিপ্লবী সংঘ ও বালুরঘাট অভিযাত্রী ক্লাব এন্ড লাইব্রেরী।
আজ ২৭শে সেপ্টেম্বর শনিবার বিকেলে বালুরঘাটের কালেক্টরেট বিল্ডিং ভবন এলাকায় বিবেকানন্দ হলে ২০২৫ সালের দক্ষিণ দিনাজপুর জেলার শারদ উৎসবের বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হলো।
সেরা পুজো মন্ডপের পুরস্কার লাভ করেছে বালুরঘাট দুর্গাবাড়ি একাডেমী, বালুরঘাট ত্রিধারা ক্লাব ও বালুরঘাট কচিকলা একাডেমি। সেরা প্রতিমায় পুরস্কার লাভ করেছে বালুরঘাট বিংশ শতাব্দী ক্লাব, বালুরঘাট কবিতীর্থ অ্যাথলেটিক ক্লাব ও বালুরঘাট মহামায়া ক্লাব।
সেরা সমাজ সচেতনতা পুরস্কার লাভ করেছে বালুরঘাট সংকেত ক্লাব, গঙ্গারামপুরের জ্বলন্ত অগ্নি সংঘ পল্লী পাঠাগার ও গঙ্গারামপুর চৈতালি ক্লাব এন্ড লাইব্রেরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক আজিজুর রহমান, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গঙ্গারামপুর শুভায়ন হক, বালুরঘাট সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন ও উপশাসক ও সমাহার্তা বাপ্পাদিত্য কর।

