বছরের পর বছর ধরে বলিউডে একাধিক নতুন মুখের আবির্ভাব ঘটেছে তাঁর হাত ধরে। বহু নতুন প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীর ইন্ডাস্ট্রিতে অভিষেকও ঘটেছে। তিনি আর কেউ নন পরিচালক প্রযোজক করণ জোহর।
তবে বলিউডে বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী তাঁর হাত ধরে এলেও করণকে নিয়ে জল্পনাও কম হয়নি। বহু ক্ষেত্রেই দাবি উঠেছে যে, করণ স্টারকিডদের বেশিই প্রাধান্য দেন। এমনকি এও অনেকে বলেছেন যে বলিউডে নেপোটিজমের রমরমাও তাঁর হাত ধরে। এবার কাজলকন্যা নাইসার বিনোদুনিয়ায় অভিষেক প্রসঙ্গে উঠে এল করণের নাম।


.jpeg)