এই মুহূর্তে একদম বিগ ব্রেকিং নিউজ।
হাসপাতাল আছে, ডাক্তার নেই। একটি মাত্র নার্স চেয়ে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে রোগীদের। একজন নার্স কিভাবে প্রেসক্রিপশন লিখতে পারে রোগীদের জানা নেই। বহুদূর থেকে রোগীরা সেই হাসপাতালে পরিষেবা পাচ্ছে না ফিরে যাচ্ছে। ডাক্তার নেই বলে।

