নদীয়া জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসেছেন আবার সম্ভাব্য 20 এ ডিসেম্বরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী নদীয়া জেলায় আসছেন জনসভা করতে এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তি, সাংবাদিকের প্রশ্ন উত্তরে পরিবহন মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী নদিয়াতে আসছেন সারাবছর মানুষের পাশে থাকেন।
সারা বছর তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে চলেছেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের সাথে দেখা করেন সভা করে মানুষের মধ্যে সচেতনতা কাজ করে চলেছেন মানুষ কে একজোট হয়ে থাকতে হবে সেই চেষ্টায় করে যান। যারা বাংলার ক্ষতি করেন বাংলাবিরোধী তারা কারা সেটার চিহ্নিত করণের প্রশ্ন থাকে তাই তিনি আসছেন। আর প্রধানমন্ত্রীর নদিয়াতে আসছেন ভোটের আগে তিনি আসেন তাই আসছেন তিনি ভোটের আগে অনেক কথা দেন তারপর আর কথা রাখেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে আবার পরে যা কথা দেন সেটা বাস্তবে রুপ দেন। একজন কথা দিয়ে কথা রাখেন না আর একজন কথা দিয়ে কথা রাখে এটাই দুইজনের মধ্যে পার্থক্য।

