সভা হলো না প্রধানমন্ত্রী জেলা সফরে কারণ কুয়াশার জন্য চোপার নামতে পারলো না

Prathamalorbarta
By -
0

সভা হলো না প্রধানমন্ত্রী জেলা সফরে কারণ কুয়াশার জন্য চোপার নামতে পারলো না। তবে কর্মী স্থানীয় নেতৃত্ব সবাই আশাহত হলেও এমন পরিস্থিতি মেনে নিচ্ছেন। তবে আজ শনিবার সকাল থেকে সূর্য দেখা নেই কুয়াশায় জন্য মেঘলা পরিবেশ তার মধ্যে ভোরে মোদিজির সভায় আসতে গিয়ে ট্রেনে ধাক্কা লেগে চারজনের মৃত্যু হয়। তবে মোদীজির আসার আগে  গো ব্যাক স্লোগান মতুয়াদের, হাতে প্লাটার নিয়ে বিক্ষোভ, পাশাপাশি একাধিক জায়গায় পড়ল মোদী বিরোধী পোস্টার। সকাল থেকে তাহেরপুরে ভিড় হতে থাকে কর্মী সমর্থকরা কেউ পায়ে গাড়িতে কেউ বাসে কেউ ট্রেনে করে সভা স্থলে আসেন। এদের সকলের ইচ্ছা প্রধানমন্ত্রী কি বার্তা দেন। তবে কুয়াশার জন্য হেলিকাপ্টার না ওঠার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসতে পারলেন না। তারা আশা হত হলেও প্রাকৃতিক করণে এই ঘটনা মেনে নিয়ে যে যার সভাস্থল ত্যাগ করেন নেতৃত্ব দের ভাষণ ও ভার্চুয়াল প্রধানমন্ত্রীর কথা শুনে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)