বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে পূর্ণিমার যজ্ঞানুষ্ঠান

Prathamalorbarta
By -
0

আজ ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৫ সালের শেষ পূর্ণিমা, বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে আজ বিকেল চারটায় প্রতি মাসের মতো এই মাসেও অগ্রহায়ণী পূর্ণিমার পুণ্য তিথিতে জীবজগতের মঙ্গল কামনায় ভক্তবৃন্দের উপস্থিতিতে বিশেষ যজ্ঞানুষ্ঠান হলো। তারকেশ্বর থেকে আগত স্বনামধন্য পুরোহিত মৃত্যুঞ্জয় মুখার্জী অত্যন্ত রীতিনীতি মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে যজ্ঞ করলেন। যজ্ঞে ভক্তরা আহুতি প্রদান করেন। যজ্ঞ সমাপ্ত হলে শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরের পক্ষ থেকে ভক্তবৃন্দের হাতে বাবা লোকনাথের মহাপ্রসাদ বিতরণ করা হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)