ব্লাড ব্যাংকে যখন রক্তশূন্যতা দেখা দিল ঠিক সেই সময় শেওড়াফুলি জিআরপি একদিকে সামলাচ্ছে প্রশাসনিক কাজ আবার অন্যদিকে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষের মন জয় করে নিল।
এখানে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন জিআরপির ব্যান্ডেল সার্কেলের ইন্সপেক্টর সাহেব, ছিলে শেওড়াফুলি স্টেশনের ওসি, ছিলেন আরপিএফ এর ওসি সাহেব এবং আরো অন্যান্য জিআরপির পদাধিকারী অফিসাররা।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ মনজুর। আজ এই রক্তদান শিবিরে সাধারণ মানুষ থেকে জিআরপির স্টাফেরা রক্তদান করে মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ালো। আমরা প্রথমেই আমাদের চ্যানেল দের পর্দা থেকে জিআরপির সমস্ত অফিসারদের এবং স্টাফেদের কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলের পর্দায় যারা রক্ত দিচ্ছিলেন তারা কি বললেন এবং জিআরপির ব্যান্ডেল সাকার ইন্সপেক্টর সাহেব কি বললেন আজ এই মত অনুষ্ঠানে আসুন আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান কথা। শেওড়াফুলি স্টেশন থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।