বালুরঘাটের কুন্ডু কলোনির গৌর গিরিধারী মন্দিরে রাস পূর্ণিমার মহোৎসব

Prathamalorbarta
By -
0

প্রতিবছরের মতো এবছরও বালুরঘাটের কুন্ডু কলোনির শ্রীমৎ বংশীদাস বাবাজি মহারাজ প্রতিষ্ঠিত গৌর গিরিধারী মন্দিরে আজ রাস পূর্ণিমার মহোৎসবের আয়োজন করা হয়।  রাস পূর্ণিমা উপলক্ষ্যে আজ ভোর থেকে গৌর গিরিধারী মন্দিরে মহোৎসবের আয়োজন শুরু হয়। আজ নানা পদে গিরিধারীর ভোগের পাশাপাশি দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতি, ভাগবত পাঠ ও হরিনাম সংকীর্তনের পাশাপাশি গিরিরাজ পরিক্রমার পর ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে, এমনটাই জানালেন গৌর গিরিধারী মন্দিরের সেবাইত গৌর দাস।




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)